দেশ

মুম্বইয়ের পর এবার চেন্নাইয়ে করোনার আক্রান্ত ২৬জন সাংবাদিক

ছাড় পেল না সাংবাদিকদেরও। সূত্রের খবর, মুম্বইয়ের পর এবার করোনা শিকার চেন্নাইয়ের সাংবাদিকরাও। দুদিন আগে চেন্নাইয়ের রায়পুরামে ২৪ বছর বয়সী এক সাংবাদিকের শরীরে করোনা উপসর্গ দেখা যায়। পরীক্ষার তার শরীরে কোভিড ১৯-র সংক্রমণ নিশ্চিত করেন চিকিত্সকেরা। এবার তার দুদিন পরে অর্থাৎ মঙ্গলবার তাঁর ২৬ জন সহকর্মীর শরীরেও থাবা বসাল করোনা। ইতিমধ্যেই রায়পুরামে তামিল টিভি চ্যানেলটি প্রশাসনিক ভাবে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বন্ধ হয়েছে দৈনন্দিন সংবাদ সম্প্রচারও। একইসাথে পুরো অফিস জীবাণুমুক্ত করার কাজও পুরোদমে শুরু হয়েছে বলে খবর। অন্যদিকে গতকালই মুম্বইয়ের ১৬৭ জন সাংবাদিকের করোনা পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে ৫৩ জনের শরীরে করোনা জীবাণু উপস্থিতি পাওয়া যায়। এই সকল রিপোর্টার, ক্যামেরাম্যান গত কয়েকদিন ধরে মুম্বই সর্বাধিক ঝুঁকিপূর্ণ এলাকা গুলিতে খবর পরিবেশনের কাজ করেছিলেন বলে খবর। সূত্রের খবর, সেখানে এখনও পর্যন্ত ৯৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। অন্যদিকে এই প্রসঙ্গে স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, ওই মিডিয়া হাউসের ২৬ জন কর্মীর পরিবারের সকল সদস্যকেই বর্তমানে সরকারি ভাবে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়াও এই সকল সাংবাদিক এই কদিন শহরে যাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে।