জেলা

মুর্শিদাবাদে পুলিস সুপার বদল

মুর্শিদাবাদের পুলিস সুপারকে সরিয়ে দেওয়া হল। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুলিস সুপার অজিৎ কুমার সিংকে সিআইএফের এসপি পদে বদলি করা হয়েছে। মুর্শিদাবাদের নতুন পুলিস সুপার হচ্ছেন কে সবরী রাজ কুমার।