নয়াদিল্লিঃ করোনা ভাইরাসের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের কাজে লাগবে। তাই বুধবার ম্যালেরিয়া প্রতিরোধী ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইনের রপ্তানি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। করোনা আক্রান্তদের চিকিৎসার কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য সোমবার হাইড্রক্সিক্লোরোকুইনের সুপারিশ করেছে ড্রাগ নিয়ামক সংস্থা আইসিএমআর। পাশাপাশি, করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও এই ড্রাগ ব্যবহারের সুপারিশ করেছেন সংস্থার ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব। এই পরিস্থিতিতে হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানির উপর নিষেধাজ্ঞার পথে হাঁটল সরকার। সম্প্রতি জরুরি পরিস্থিতিতে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের সুপারিশ করে আইসিএমআর নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। তাতে অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিজিসিআই)। বুধবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ সংস্থা ডিজিএফটি হাইড্রক্সিক্লোরোকুইনের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে বেশ কিছু ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের রপ্তানির উপর ছাড়ের সংস্থান রাখা হয়েছে। বলা হয়েছে, মানবিক ক্ষেত্র খতিয়ে দেখে কেস টু কেস ভিত্তিতে রপ্তানি নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।
প্রতীকী ছবি।