কলকাতা: ভেঙে পড়েছে বাজার। প্রবল প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় রাস্তার পাশে থাকা বাসের যাত্রীদের প্রতিক্ষালয় দখল করেই পসরা সাজালেন ব্যবসায়ীরা।ঘটনাটি দক্ষিণ কলকাতার বেহালার শকুন্তলা পার্ক এলাকার। আর ওই এলাকার বিধায়ক আবার রাজ্যের শিক্ষামন্ত্রী তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর হস্তক্ষেপেও জট কাটেনি বলে দাবী ব্যবসায়ীদের।দীর্ঘ দিন ধরে বেহালার শকুন্তলা পার্ক বাজারের অবস্থা খুব খারাপ। ভেঙে পড়েছে বাজারের ছাদ। এক মাস আগে এই নিয়ে রাস্তা অবরোধ করেছিলেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছিলেন স্থানীয় পুরপিতা। যদিও স্থায়ী সমাধান কিছুই হয়নি। এরপরে গত বুধবার থেকে রাস্তার পাশে থাকা সরকারি জায়গায় দোকান সাজান ব্যবসায়ীরা। দখল করে নেওয়া হয় যাত্রী প্রতীক্ষালয়টিকেও। ব্যবসায়ীদের বক্তব্য, “এখানে বিধায়ক তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমাদের বসতে বলেছেন। তবে লিখিত কোনও নির্দেশ নেই, তিনি মৌখিকভাবে আমাদের অনুমতি দিয়েছেন। তাই কোনও নথি দেখাতে পারব না।” স্থায়ী বাজার নির্মাণ হয়ে গেলেই ওই দখল করা জায়গা ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।