যোগী আদিত্যনাথ বিবৃতিতে উত্তরপ্রদেশবাসীকে শান্ত থাকতে আবেদন
উত্তরপ্রদেশঃ আজও বিক্ষোভের আগুনে জ্বলছে যোগী আদিত্যনাথের রাজ্য। এদিন সকাল থেকে রামপুরে ইদগাহ-র সামনে সিএএ-র প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিসের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় তাঁদের। গত তিন দিনে এপর্যন্ত মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ফিরোজাবাদ, মেরঠ, বিজনোর, সম্ভল এবং কানপুরেই দুজন করে মারা গিয়েছেন। শনিবারও রাজ্যের মোট ২১টি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট। গোরখপুরে এদিন জারি হয়েছে ১৪৪ ধারা। রাজ্যের সব কটি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। দুপুর থেকেই শহরের নানা প্রান্তে চলে জমায়েত, বিক্ষোভ। সূত্রের খবর বিক্ষোভের জেরে উত্তরপ্রদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হল মেরঠ। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়ে শনিবার বিএসপি নেত্রী মায়াবতী টুইটারে লিখেছেন ‘যেহেতু এবার সিএএ এবং এনআরসি-র বিরুদ্ধে এনডিএ থেকেই প্রতিবাদ শুরু হয়েছে, এবার কেন্দ্রের উচিত জেদ ছেড়ে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা।’ একইসঙ্গে বিক্ষোভকারীদের শান্তভাবে প্রতিবাদ দেখানোর আবেদনও করেছেন বিএসপি সুপ্রিমো। শুক্রবারি পার্ক সার্কাস ময়দানের প্রতিবাদসভায় মমতাও একইভাবে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন করেছিলেন তিনি যেন জেদ ছেড়ে এই আইন বাতিল করেন। এদিন ফের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিবৃতিতে রাজ্যবাসীকে শান্ত থাকতে আবেদন করে বলেছেন গুজবে কান না দিয়ে কেউ যেন আইন নিজেদের হাতে না তোলেন।