মালদাঃ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বিতর্কের আবহেই মালদার স্কুলের ছাত্রীদের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত অশালীনভাবে বিকৃত করে গাওয়া ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। রবীন্দ্র সঙ্গীত অশালীনভাবে বিকৃত করে গাওয়ার অভিযোগে শেষমেশ মুচলেকা দিয়ে ক্ষমা চাইল চার পড়ুয়া। শনিবার অভিযুক্ত ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে মালদা বার্লো গার্লস হাইস্কুলের শিক্ষিকা, প্রধান শিক্ষিকা ও পরিচালন পর্ষদের সদস্যরা বৈঠক করেন। সেই বৈঠকেই মুচলেকা দিয়ে ওই ৪ ছাত্রী ক্ষমা চায়। তবে বৈঠকে পরিচালন পর্ষদের সভাপতি রীতা চৌধুরী ছিলেন না। তিনি এলে আবারও এ নিয়ে বৈঠক ডাকা হবে বলে স্কুল সূত্রে খবর।