কলকাতা

রাজ্যের প্রথম জীবাণুনাশক টানেল কলকাতার নিউমার্কেটে

প্রথম জীবাণুমুক্ত টানেল তৈরি হল কলকাতায়। সবথেকে পুরনো বাজার নিউমার্কেটের প্রবেশপথে এই টানেল তৈরিতে স্প্রে করা হবে হাইড্রোজেন পেরক্সাইড মিশ্রিত জল। বিশেষজ্ঞরা সায় দেওয়ার পরেই শহরের বাকি বাজারগুলিতে একে একে এই টানেল তৈরি করা হবে। পশ্চিমবঙ্গ সরকার একাধিক পদক্ষেপ করছে করোনা ভাইরাসের মোকাবিলার উদ্দেশ্যে। সম্প্রতি রাজ্যের প্রথম অটোম্যাটিক জীবাণুনাশক টানেল তৈরি হয়েছে কলকাতার নিউমার্কেটে। কেউ একজন প্রবেশ করলেই আপনা আপনি এই টানেলের সেন্সর সেটা ধরে ফেলবে। হাইড্রোজেন পেরক্সাইড মিশ্রিত জল স্প্রে করা হবে গোটা টানেলের ভিতরে। কেউ প্রবেশ করার পর তাঁর শরীর আপনা আপনি এই জলে জীবাণুমুক্ত হয়ে যাবে। কিন্তু এখনই এই টানেলটি খোলা হবে না। বিশেষজ্ঞদের উপদেশের অপেক্ষায় আছে এখন সরকার। মানুষের শরীরে হাইড্রোজেন পেরক্সাইড স্প্রে  করলে আদৌ কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা সেদিকে খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। কলকাতা পৌরসভা আরও ৭১ টি মার্কেটে এই জীবাণুনাশক টানেল তৈরি করবে বলে পরিকল্পনা করছে। কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করার কথাও ভাবা হচ্ছে।