রাজ্যে কন্টেনমেন্ট জোন বেড়ে ৫১৬, এর মধ্যে শুধু কলকাতায় ৩১৮ টি জোন। বাকিগুলো জেলায়। সোমবার রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী,রাজ্যে মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৪৪৪ থেকে বেড়ে হয়েছে ৫১৬। শুধু কলকাতাতেই বেড়েছে ৫৪ টি জোন। কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ছিল ২৬৪, সেখান থেকে বেড়ে হয়েছে ৩১৮। এছাড়া উত্তর ২৪ পরগনায় ৮১, হাওড়াতে ৭৪, হুগলিতে ১৮, নদিয়া ২, পূর্ব মেদিনীপুর ৯, পশ্চিম মেদিনীপুর ৫, পূর্ব বর্ধমান ১, মালদা ৩, দার্জিলিং ২, কালিম্পঙ ১, দক্ষিণ ২৪ পরগনা ১। অন্যদিকে ৯ টি জেলায় কোনও কন্টেনমেন্ট জোন নেই। সোমবার মুখ্যসচিব নবান্ন থেকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১১ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ করোনা কেস ৯০৮টি। একনজরে দেখে নিন কলকাতার কন্টেইনমেন্ট জোনের তালিকা –