কলকাতা

রাজ্যে করোনা চিকিৎসায় বড় সাফল্য, সুস্থ প্রথম ৩ করোনা আক্রান্ত

বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসকদের বড় সাফল্য

কলকাতাঃ বাংলায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩ ব্যক্তির শরীরে এই মুহূর্তে সংক্রমণের কোনও চিহ্নই নেই। প্রথমবারের মতো ওই তিন জনের দ্বিতীয় পরীক্ষার রিপোর্টেও করোনা নেগেটিভ এসেছে। স্বভাবতই বেশ কিছুটা আশার আলো বাংলার চিকিৎসক মহলে। এই রিপোর্টকে আপাতভাবে বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক-কর্মীদের বড় সাফল্য হিসাবেই দেখছে ওয়াকিবহাল মহল। রাজ্যে করোনা আক্রান্ত প্রথম যুবক এক রাজ্য সরকারি আমলা ও ডাক্তারের পুত্র। তিনি লন্ডন থেকে ফিরেছিলেন। তৃতীয় আক্রান্ত হাবড়ার বাসিন্দা যুবতী, যিনি স্কটল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন। লন্ডন ফেরত বালিগঞ্জের যুবকেরও করোনা পজেটিভ ধরা পড়েছিল। করোনা সংক্রমণ ধরা পড়়েছিল তাঁর ব্যবসায়ী বাবারও। এই তিনজনের শরীর থেকে শুক্রবার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবার তা পরীক্ষা করা হয়। তিনজনেরই নেগেটিভ রিপোর্ট এসেছে। সেক্ষেত্রে তাঁরা যে নভেল করোনা সংক্রমণ মুক্ত তা এখন বলাই যায়। ২ দিনের মধ্যে এদের ছুটি দিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। সূত্রে খবর, বেলেঘাটা আইডি হাসাপাতাল যে চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেছে ইতিমধ্যে তা রাজ্যের অন্যান্য হাসপাতালেও পাঠানো হয়েছে। জানা গিয়েছে, একপ্রকার প্রোটোকল হিসাবেই এই নির্দেশ দেওয়া হয়েছে। বেলেঘাটা আইডি ছাড়াও বিভিন্ন হাসাপাতালে ভর্তি রয়েছেন করোনা আক্রান্তরা। সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনের পাঠানো গাইড লাইন মানার কথা বলা হয়েছে অন্যদের।