বেশ কয়েকটি রাজ্য থেকে ইতিমধ্যেই র্যাপিড টেস্টিং কিটের ব্যবহার নিয়ে নানা অভিযোগ আসছিল। আজ সেই অভিযোগের ভিত্তিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়ে দিল, আপাতত ২দিনের জন্য রাজ্যগুলিতে এই র্যাপিড টেস্টিং কিটের ব্যবহার বন্ধ রাখা হোক। র্যাপিড টেস্ট কিট দিয়ে করোনা নমুনা পরীক্ষায় অনেকসময় অসম্পূর্ণ রিপোর্ট আসছিল বলে আগেই অভিযোগ উঠেছিল। চটজলদি করোনা সংক্রমণ ধরার জন্যই র্যাপিড টেস্ট কিট ব্যবহার করা হয়। এবার দেশের সমস্ত রাজ্যকে আগামী দু’দিনের জন্য র্যাপিড টেস্ট কিটের (আরটিকে)ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিল আইসিএমআর। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৈঠকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর)এপিডেমোলজি ও কমিউনিকেবল ডিজিজের প্রধার রমন আর গঙ্গাখেদকর বলেছেন, অনেক জায়গাতেই র্যাপিড টেস্ট কিট দিয়ে ঠিকঠাক রিপোর্ট পাওয়া যাচ্ছে না। বহু ক্ষেত্রে টেস্ট রিপোর্ট ভুল কিংবা অসম্পূর্ণ থেকে যাচ্ছে, সেক্ষেত্রে ফের র্যাপিড টেস্ট করার দরকার পড়ছে। তাই আপাতত এই সিদ্ধান্ত । তবে ইদানীং র্যাপিড টেস্ট কিট দিয়ে নমুনা পরীক্ষার রেজাল্টে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ আসছিল দেশের নানা প্রান্ত থেকেই। এদিনের বৈঠকে গঙ্গাখেদকরও এই অভিযোগের কথা মেনে নেন। আইসিএমআরের টেস্ট কিটে গলদ আছে বলে অভিযোগ উঠেছিল এ রাজ্যে। নাইসেড যে টেস্ট কিট সরবরাহ করেছে তা দিয়ে রোগীর নমুনা পরীক্ষার সময় বহু ক্ষেত্রেই অমীমাংসিত ফল পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছিল রাজ্যের স্বাস্থ্য দফতর।