দীর্ঘ ৭ বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর হার মানলেন কালজয়ী অভিনেতা রাজ কাপুরের কন্যা ঋতু নন্দা। গতকাল গভীর রাতে নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। অভিনেতা ঋষি কাপুর, রণবীর কাপুর, এবং রাজীব কাপুরের বোন ঋতু নন্দা। তার মৃত্যুতে বলিউডের কাপুর ও বচ্চন পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। তার পুত্র নিখিল নন্দার বিয়ে হয় অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতার সঙ্গে। মেয়ে শ্বেতা বচ্চনের শাশুড়ির প্রয়াণে গভীর শোক জানিয়েছেন অমিতাভ বচ্চনও। রাজ কাপুরের বড় মেয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বলিউড তারকারা। রাজ কাপুরের বড় মেয়ে ঋতুর শেষকৃত্য সম্পন্ন করা হয় মঙ্গলবার দুপুর ১.৩০টায় দিল্লির লোধি রোড মহাশশ্মানে। তাঁর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন নীতু কাপুর। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেছেন নীতু ও তাঁর মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনি। নীতু কাপুর লিখেছেন, “আমার প্রিয়তম, তোমার আত্মা শান্তি পাক ।”ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনি, তাঁর পিসি সম্পর্কে একটি আবেগঘন পোস্ট করেছেন । লিখেছেন, “আমার দেখা সবথেকে দয়ালু ও ভদ্র মানুষ । তোমার মতো মানুষ আর হয় না । তোমার আত্মা শান্তি পাক বুয়া ।” অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লিখেছেন, “আমার ‘সমধন’ ঋতু নন্দা, শ্বেতার শাশুড়ি হঠাৎই রাত ১টা ১৫ মিনিটে প্রয়াত হয়েছেন । আমি এখন ট্র্যাভেল করছি, তাই যোগাযোগ করতে পারছি না ।” রাজ কপুরের বড় মেয়ে হওয়া সত্ত্বেও গ্ল্যামার জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন ঋতু। বিখ্যাত শিল্পপতি Escorts Group-এর চেয়ারম্যান রাজন নন্দাকে বিয়ে করেন ঋতু। ছোট থেকেই উদ্যোগপতি হওয়ার স্বপ্ন ছিল তাঁর। প্রথম ব্যবসা তেমন আশানরূপ ফল না দিলেও পরে জীবন বিমা সংস্থার মাধ্যমে তাঁর জীবনও বদলে যায়। একদিনে ১৭ হাজার বিমা করিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নামও তুলেছিল ঋতুর সংস্থা। জীবদ্দশায় পেয়েছেন একাধিক পুরস্কার।