পূর্ণিমার দেখা যাবে গোলাপি চাঁদ। তবে চাঁদের গোলাপী রঙ হয়না। এমনটাই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। চাঁদ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে নির্দিষ্ট একটি স্থানে একেবারে পৃথিববীর কাছে এসে পৌঁছায়, তখন সেইদিন পূর্ণিমা হয় এবং চাঁদকে বৃহদাকার দেখায়। এদিন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে যাবে ২৭ হাজার ৪৯৩ কিলোমিটার। এছাড়াও, এপ্রিলের পূর্ণিমা সাধারণত পুরানো নেটিভ আমেরিকান সংস্কৃতি অনুসারে গোলাপি চাঁদ নামে পরিচিত। তাই আসন্ন পূর্ণিমাকে “সুপার পিংক মুন” নামকরণ করা হয়েছে। ৭ এপ্রিল চাঁদটি সবচেয়ে উজ্জ্বল হবে এবং স্বাভাবিকের চেয়ে অনেক বড় দেখাবে। পূর্ব দিগন্তের উপরে উঠলে চাঁদটিকে ভাল দেখা যাবে। ভারতে, আপনি ৮ এপ্রিল, সকালেও চাঁদটিকে দেখতে পাবেন।