জেলা

রাত পোহালেই রাজ্যে ৩ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা, স্ট্রংরুমে কড়া নিরাপত্তা

২৫ নভেম্বর রাজ্যের ৩ আসনে উপনির্বাচন হয়েছে। ভোট পড়েছে ৭৫ শতাংশের বেশি। এই নির্বাচনের ফল ২০২১-এর আগে লিটমাস টেস্ট হতে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ২৫ নভেম্বর উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, নদিয়ার করিমপুর এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে উপনির্বাচন হয়। এর মধ্যে করিমপুর এবং খড়গপুর সদরে উপনির্বাচন হয় সেখানকার তৃণমূল এবং বিজেপি বিধায়করা লোকসভায় নির্বাচিত হওয়ায়। অন্যদিকে কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। তিন কেন্দ্রেই প্রার্থী দিয়েছিল বিজেপি এবং তৃণমূল। অন্যদিকে বাম ও কংগ্রেস জোট করে প্রার্থী দিয়েছিল এই তিন কেন্দ্রে। তবে মূল লড়াই বিজেপি আর তৃণমূলের মধ্যেই। এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উপনির্বাচনের ফল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্‍সাহ তুঙ্গে। মুকুল রায় দাবি করেছেন, তিন কেন্দ্রই বিজেপির দখলে আসবে। যদিও এপ্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তিনি জ্যোতিষি নন। তাই এসম্পর্কে আগাম কোনও মন্তব্য করতে পারবেন না।