বিনোদন

রোম্যান্টিক গানে মন ছুঁয়ে গেল ‘নোক ঝোক’

বিশ্ব মানবাধিকার দিবসেই মুক্তি পেয়েছে ‘ছপক’-এর ট্রেলার। বিয়ের পর এটাই দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি ৷ ছবিতে দীপিকার ফার্স্ট লুকস দেখেই চমকে গিয়েছেন দর্শকরা ৷ তারপর ট্রেলার সামনে আসার পর তো ‘ছপক’-এর মুক্তির অপেক্ষায় এখন দিন গুনছেন সকলে ৷ মেঘনা গুলজার পরিচালিত ‘ছপক’-এ দীপিকার বিপোরীতে দেখা যাবে বিক্রান্ত মেসিকে ৷ ২ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলারে ধরা পড়েছে অ্যাসিড হামলার বিভৎসতা। ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের নাম বদলে রাখা হয়েছে মালতী। অ্যাসিড হামলার পর তাঁর জীবন যুদ্ধ কতটা কঠিন হয়ে ওঠেছিল, কীভাবে এগিয়েছিল, সেটাই তুলে ধরা হয়েছে ট্রেলারে। অ্যাসিড আক্রান্তের পর জীবন এলোমেলো হয়ে গেলেও দমে যাননি লক্ষ্মী আগরওয়াল। অদম্য জেদি লড়াকু মনোভাব নিয়েই এগিয়ে নিয়ে গিয়েছিল নিজের লড়াই। আর সেই লড়াইয়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন সমাজকর্মী আলোক দীক্ষিত।  একটা সময়ের পর লক্ষ্মীকে ভালোবেসে ফেলেন আলোক। পরবর্তীকালে লক্ষ্মীকে ভালোবেসে বিয়েও করেন আলোক।  তাঁদের একটি মেয়েও হয়, নাম পিহু। লক্ষ্মী ও আলোকের সেই ভালোবাসার গল্পও উঠে আসবে ছবিতে। আলোকের ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত।  আজ মুক্তি পেল ‘ছপক’-এর প্রথম গান ‘নোক ঝোক’ ৷  রোম্যান্টিক এই গানের মধ্যেই ফুটে ওঠে মালতী আর তাঁর ভালোবাসার মানুষের প্রেমের কাহিনি। গানটি লিখেছেন গুলজার এবং গেয়েছেন শংকর মহাদেবনের ছেলে সিদ্ধার্থ মহাদেবন।  পুরো গানটি জুড়েই দীপিকা আর বিক্রান্তের সম্পর্ক গড়ে ওঠার ঘটনাটি দেখানো হয়েছে ৷ গানে দেখানো তাঁদের মিষ্টি রোম্যান্স যে দর্শকদেরও আবেগাপ্লুত করবে তা বলাই বাহুল্য৷ গানটির ভিডিও লিংক টুইট করেছেন প্রযোজক-অভিনেত্রী দীপিকা নিজেই। পরিচালক মেঘনা গুলজার এবং অভিনেতা বিক্রান্ত মাসেও নিজেদের সোশ্যাল মিডিয়ায় লিংক শেয়ার করেছেন।

https://www.instagram.com/p/B6M1oPpjHGC/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B6M3xjpJkG-/?utm_source=ig_web_copy_link
https://twitter.com/deepikapadukone/status/1207178120945520640