‘জুম’ অ্যাপেই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিল চণ্ডীগড়ের একটি স্কুল। কিন্তু সেই অনলাইন ক্লাসের কারণেই বিতর্কে জড়িয়ে পড়ল ওই স্কুলটি। জানা গিয়েছে, সম্প্রতি বিজ্ঞানের একটি ক্লাস শুরু হতেই অনলাইনে চলতে শুরু করে পর্ন ছবি। যা নিয়ে ইতিমধ্যে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। লকডাউনে স্তব্ধ জনজীবন। স্কুল-কলেজও বন্ধ। অথচ সিলেবাস শেষ করতে হবে। আর তাই চণ্ডীগড়ের স্কুলটি ‘জুম’ অ্যাপে অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছিল। অথচ এই জুম অ্যাপের সুরক্ষা বলতে তেমন কিছু নেই। যেকোনও মুহূর্তে পুরো লাইভ সেশনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারদের হাতে। প্রয়োজন পড়বে না অনুমতির। আর তারপর চুরি হতে পারে ব্যক্তিগত একাধিক তথ্য। আর এরই ফলও ভুগতে হল ওই স্কুলের পড়ুয়াদেরও। জানা গিয়েছে, গত ১৮ এপ্রিল স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা নিজের ছেলের কাছ থেকে অ্যাপটির ব্যবহার শিখে অনলাইন ক্লাস শুরু করেছিলেন। সবমিলিয়ে প্রায় ৪৫ জন পড়ুয়া সেই অনলাইন ক্লাসে যোগও দিয়েছিলেন। কিন্তু ক্লাস শুরু হওয়ার আগে শেষমুহূর্তের প্রস্তুতি দেখতে তিনি যখন ব্যস্ত ছিলেন, তখনই এক ছাত্রীর স্ক্রিনে চলতে শুরু করে পর্ন ছবি। প্রায় পাঁচ মিনিট চলার পর, ওই শিক্ষিকা যখন বিষয়টি বুঝতে পারেন, তিনি ওই ক্লাস বন্ধ করে দেন।
এদিকে, ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দেখা দেয় বিতর্ক। তদন্তের নির্দেশ দেয় স্কুল কর্তৃপক্ষ। দেখা যায়, শিক্ষিকা বা যে পড়ুয়ার কম্পিউটার স্ক্রিনে ওই ভিডিওটি চলেছিল, তাঁরা কেউই একাজ করেননি। সাইবার ক্রাইম আধিকারিকরা জানান, হ্যাকারদের হাতে পড়েই এই কাণ্ড ঘটেছে।