কলকাতা

লকডাউনের মধ্যেই চার ঘণ্টা করে খোলা থাকবে মিষ্টির দোকান

বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশজুড়ে লকডাউন চলছে। অত্যাবশ্যকীয় জিনিসের দোকান ছাড়া আর কোনও দোকান খোলা নেই। এর ফলে সব থেকে বেশি সমস্যায় পড়েছিলেন রাজ্যের দুধ বিক্রেতা ও মিষ্টির দোকানের মালিকরা। কারণ, মিষ্টির দোকান বন্ধ থাকায় প্রচুর দুধ নষ্ট হচ্ছিল। অবশেষে এই পরিস্থিতি থেকে মুক্তির একটা উপায় খুঁজে বার করলেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন তিনি সবার কথাই চিন্তা করেন। নবান্নে আয়োজিত পর্যালোচনা বৈঠক থেকে ঘোষণা করলেন লকডাউনের মধ্যে ৪ ঘণ্টা করে মিষ্টির দোকান খোলা যাবে। এর জন্য বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সময়ও বেঁধে দিলেন। এপ্রসঙ্গে বললেন, ‘লকডাউনের ফলে মিষ্টির দোকানগুলি বন্ধ রয়েছে। তাই প্রচুর দুধ নষ্ট হচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন অনেক মানুষ। সবার কথা চিন্তা করে ঘণ্টা চারেকের জন্য মিষ্টির দোকান খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ দোকানগুলি খোলা থাকলে দুধ নষ্ট বন্ধ হবে।