কলকাতা পুলিশ জানায়, গোটা খবরটি ভুয়ো, এরকম কোনও নির্দেশিকা জারি করা হয়নি।
কলকাতাঃ লকডাউনের বাজারে মদ না পেয়ে হাঁসফাঁস করছেন অনেকেই। এবার তাদের জন্য সুখবর। বুধবার থেকেই কলকাতায় বাড়ি দোরগোড়ার পৌঁছে যাবে মদ। অর্ডার দিলে দোকান থেকে বাড়িতে মদ পৌঁছে দিয়ে আসা হবে অর্থাৎ হোম ডেলিভারি। তবে কোনওভাবেই মদ কিনতে দোকানে যাওয়া চলবে না। শহরে সকাল ১১টা থেকে দুপুর দুটোর মধ্যে ফোন করে মদের অর্ডার দেওয়া যাবে। দুপুর দুটো থেকে বিকেল পাঁচটার মধ্যে বাড়িতে এসে সেই মদ পৌঁছে দিয়ে যাওয়া হবে। অফ শপ, অন শপ বা হোটেল, বার বা রেস্তরাঁ থেকেও মদ হোম ডেলিভারি করা হবে বলে খবর। বাড়ির নিকটবর্তী মদের দোকানে অর্ডার দেওয়া যাবে। তবে দোকানে গিয়ে মদ কেনা যাবে না বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এদিকে মদ হোম ডেলিভারি করতে হলে পুলিশের তরফে বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে। মদের দোকানের মালিকদের নিকটবর্তী থানায় গিয়ে পাস নেওয়ার আবেদন জানাতে হবে। এক-একটি দোকানের জন্য তিনটি করে পাশের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। সেই বিশেষ পাসে ওসি কিংবা অ্যাডিশনাল ওসির সই থাকতে হবে।এই নির্দেশিকা ঘিরে শহরজুড়ে হইচই পড়ে যায়। কিন্তু পরে এই নির্দেশিকাকে গুজব বলে উড়িয়ে দেয় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ জানায়, গোটা খবরটি ভুয়ো। এরকম কোনও নির্দেশিকা জারি করা হয়নি। যদিও অন্য একটি সূত্র জানাচ্ছে, এই অর্ডারটি বাতিল করে দেওয়া হয়েছে।