দক্ষিণ ২৪ পরগণাঃ গাড়ি চালকদের অনেক জমায়েত গাড়িতে দেখতে পেয়েই চালকদের গাড়ি থেকে নামিয়ে কান ধরে ওঠবোস করালো বারুইপুর ট্রাফিক পুলিস। আজ লকডাউনের দ্বিতীয় দিনে এই ছবি দেখা গেল বারুইপুরে। ট্রাফিক পুলিসরা জানিয়েছে, এই ভাবেই শাস্তি দেওয়া হবে গাড়ি চালকদের। কোন ভাবেই গাড়িতে বেশি ভিড় করা যাবে না।