লকডাউনকে অমান্য করে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার সকালে কাটোয়া শহরে জমায়েত করে বিক্ষোভ কর্মসূচি করায় ৬ জন সিপিএম কর্মীকে আটক করল কাটোয়া থানার পুলিস। এঁরা হলেন ঈশ্বর দাস, প্রকাশ সরকার, সুজিত রায়, বিভাস রায় এবং দুই মহিলা কর্মী জয়শ্রী চ্যাটার্জি ও তাপসী পাঁজা।