লকডাউন নিয়ে কোনও শিথিলতা দেখানো যাবে না, শহরের সমস্ত থানার ওসিদের এই ভাষাতেই নির্দেশ পাঠিয়েছেন কলকাতার পুলিস কমিশনার অনুজ শর্মা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। কলকাতার বেশ কয়েকটি এলাকা রেড জোনে ঢুকে পড়েছে। সেই কারণেই বাড়তি তৎপরতা শুরু হয়েছে পুলিস মহলে। দু’দিন আগেই নবান্ন এক নির্দেশে রেড জোন এলাকায় কড়া ব্যবস্থা নিতে বলেছিল। যার মধ্যে রয়েছে কলকাতাও। সেকারণে সশস্ত্র পুলিস নামানো হয়েছে। সিল করে দেওয়া হয়েছে একাধিক রাস্তা। লালবাজারের কাছে খবর, এতকিছুর পরেও কিছু কিছু এলাকায় এখনও সমস্যা আছে। সেইসব জায়গায় পুলিস টহল দিয়ে চলে গেলেই ফের রাস্তায় নামছে মানুষজন। রীতিমতো চোর-পুলিস খেলা চলছে। এই অবস্থা কাটাতে কিছু কিছু থানাকে আরও কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজার স্পষ্টই জানিয়েছে, কোনও ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না। ঢিলেমির অবকাশ নেই। প্রয়োজনে আরও কড়া হতে হবে। সিপি’র বার্তায় তা আরও পরিষ্কার হয়ে গিয়েছে। শনিবার রাতেই তাঁর এই নির্দেশ পৌঁছে গিয়েছে শহরের সব থানায়। এলাকায় পুলিসি নজরদারি ও টহল যে বাড়বে, এবিষয়ে সন্দেহ নেই। ভিড় বা জমায়েত দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে পুলিস। যাতে মানুষ বাড়ি থেকে বেরনোর সাহস না পান। সিল করা এলাকায় কেউ আসা-যাওয়া করছেন কি না, সেদিকেও থাকবে কড়া নজর। নিয়ম ভাঙলে ছাড় পাবে না কেউ। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।