মালদাঃ আজ ভোর সাড়ে ৫টা নাগাদ মালদহে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ফরাক্কার দিকে যাচ্ছিল একটি ১৪ চাকার লরি। উল্টোদিক থেকে আসছিল একটি গ্যাসের ট্যাংকার। কালিয়াচক থানার পুরাতন বাবুঘাটের কাছে ট্যাংকারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে লরিতে আগুন লেগে যায়। লরির খালাসিকে স্থানীয়রা উদ্ধার করেন। কিন্তু চালককে উদ্ধার করা যায়নি। দুর্ঘটনার পরে জাতীয় সড়কে ব্যাপক যানজট দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘন কুয়াশার জন্য দুর্ঘটনা ঘটেছে। তাঁদের আশঙ্কা, শীতের সময় যদি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা না করা যায়, তাহলে এমন দুর্ঘটনা আরও ঘটবে। লরি ও গ্যাসের ট্যাংকারের সংঘর্ষের খবর পেয়ে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। লরির আগুন নিয়ন্ত্রণে আসার পরে চালককে বার করা যায়। ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম আশরাফুল শেখ। আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।