দেশ

শত্রুপক্ষকে দমন করতে সর্বদা অ্যালার্টে থাকতে হবে সেনাকে: সেনা প্রধান বিপিন রাওয়াত

জম্মু-কাশ্মীরের উধমপুরে নর্দান কমান্ডের হেডকোয়ার্টারে পরিদর্শনে গিয়ে ভারতীয় সেনার প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দেন সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনি জানান শত্রুপক্ষকে দমন করতে সর্বদা অ্যালার্টে থাকতে হবে সেনাকে। পাশাপাশি আরও এক গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয় ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতের তরফে। এদিনের অনুষ্ঠানে বিপিন রাওয়াত বলেন, শত্রুপক্ষ নতুন নক্সায় যেকোনও মুহূর্তে হামলা শানাতে পারে। তাই তাদের রুখতে সর্বদা সতর্ক থাকতে হবে সেনাকে। পাশাপাশি , উদ্যোগে আরও বেশি আগ্রাসন নিয়ে এগিয়ে যেতে হবে সেনাকে। সেনা প্রধান জানিয়েছেন , যেভাবে ভারতীয় সেনাএগিয়ে যাচ্ছে মাথা উঁচু করে , তা নিয়ে রীতিমতো গর্বিত তিনি। আগামী দিনেও এভাবেই তিনি এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ভারতীয় সেনাকে। এছাড়া, কাশ্মীর জুড়ে শান্তি যেন বজায় থাকে, তা নিয়েও ভারতীয় সেনাকে বার্তা দিয়েছেন জেনারেল রাওয়াত। কাশ্মীরের মানুষ যেন সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারেন, তার জন্য বার্তা দেওয়া হয় কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনাকে।