দেশ

দেশজুড়ে গ্রিন জোন গুলির পুর এলাকায় খুলছে দোকানপাট, লকডাউনের মাঝে মধ্যরাতে নয়া ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লিঃ কেন্দ্রীয় সরকার শুক্রবার মাঝরাতে ঘোষণা করেছে যে শনিবার থেকে অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন দ্রব্য বিক্রি করা দোকান খোলা যাবে। এদিন কেন্দ্রীয় সরকার শনিবার থেকে দোকানপাট খোলা ঘোষণার পাশাপাশি আগামী ৩মে মধ্যে পরিস্থিতি অনেকটাই ঠিক করে ফেলতে পারবে বলে আশা প্রকাশ করেছে। অত্যাবশ্যকীয় নয় এমন সামগ্রী দোকান খোলা থাকলেও শপিং কমপ্লেক্স ও মল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকছে।মিউসিনিপ্যাল মার্কেট কমপ্লেক্সের যে কোনও দোকান খোলা থাকবে, অর্থাত্‍ প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্যান্য দোকানও খুতে বলা হয়েছে।  কেন্দ্রীয় সরকার এও জানিয়েছে ছোট ব্যবসায়ীরা, স্থানীয় দোকানদারেরা, আবাসনের নিচের দোকানগুলি খোলা যেতে পারে। তবে কর্মীসংখ্যা ৫০ শতাংশের বেশি রাখা যাবে না। এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক লাগিয়ে আইন মেনে চলতে হবে। পাশাপাশি সরকার এটাও জানিয়েছে যে এই নিয়ম লাগু থাকবে গ্রিন জোন এলাকাগুলির জন্য। অর্থাৎ যেখানে কোনও করোনার পজিটিভ কেস এই মুহূর্তে নেই। হটস্পট জোন বা কনটেনমেন্ট জোনে আগের লকডাউনের নিয়ম বহাল থাকছে। একনজরে দেখে নেওয়া যাক শনিবার থেকে কী কী খুলছে –

🔴 শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইনের আওতায় সব রেজিস্টার্ড দোকান খোলা যাবে। পাড়ায় বা মার্কেট কমপ্লেক্স বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এলাকার বাইরেও লকডাউনে নিয়ন্ত্রণে ছাড় থাকছে।
🔴 পাড়ায় বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের একক দোকান খোলা রাখা যাবে।
🔴 গ্রামে বা মফঃস্বলে সব রেজিস্টার্ড দোকান খোলা যাবে।
🔴 মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা বা তার বাইরে মার্কেট খুললে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।