সেনাবাহিনীর ৬৩ গোর্খা রেজিমেন্টের জওয়ান ছিলেন নায়েক রাজীব থাপা ছিলেন আলিপুরদুয়ারের মেচাপাড়ার বাসিন্দা। বায়ুসেনার হেলিকপ্টারে এলো তাঁর কফিন বন্দি দেহ। এবার যেন ছেলে ঘরে ফেরার সেই আনন্দটা হারিয়ে গিয়েছিল মেচাপাড়া থেকে। আজ সকাল সাড়ে আটটায় সকলে হাজির হয়েছিলে পাড়ার ফুটবল ময়দোন। সেখানেই কফিন বন্দি দেহটি নামানো হয় হেলিকপ্টার থেকে। সেনাবাহিনীর পক্ষ থেকে শেষ সম্মান দেওয়ার পর দেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে। সেখানে উপস্থিত ছিলে উত্তরবঙ্গ উন্নয়ণমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হ্যামিলণ্টন গঞ্জের বাসরা নদীর পাড়ে শেষকৃত্য সম্পন্ন হবে।