গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে দেশে কোভিড আক্রান্তদের প্রায় এক তৃতীয়াংশ কোনও না কোনও ভাবে তবিলিঘি জামাতের সঙ্গে সম্পর্কিত। তবলিঘি জামাত থেকে সংক্রমণ নিয়ে দেশে চাপান উতোরও শুরু হয়েছে। এরকম এক অবস্থায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি বলেন, “কোরোনা ভাইরাস সংক্রমণের আগে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা অথবা সীমান্ত দেখে না ৷ ঐক্য ও ভ্রাতৃত্বের সঙ্গে আমাদের আচরণ ও প্রতিক্রিয়া সংযুক্ত করা উচিত ৷ এখানে আমরা একসঙ্গে রয়েছি ৷” প্রধানমন্ত্রী আরও বলেন, “অতীতের মতো যখন দেশ বা সমাজ একে অপরের মুখোমুখি হয়েছিল তেমন পরিস্থিতি এখন নয় ৷ আজ আমরা একসঙ্গে একটি সাধারণ চ্যালেঞ্জের মুখে ৷ ভবিষ্যৎকে ঐক্যবদ্ধ ও সহনশীল হবে ৷” তিনি আরও বলেন, “ভারতের পরবর্তী বড় বড় ধারণাগুলির বিশ্বব্যাপী প্রাসঙ্গিকতা থাকবে ৷ এই ধারণাগুলি শুধুমাত্র ভারতে নয় সমগ্র মানবসমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখবে ৷” বর্তমানে দেশ অনেকটাই ডিজিটাল হয়ে উঠেছে ৷ আজ প্রধানমন্ত্রীর কথায় উঠে এল সেই তথ্যও ৷ তিনি জানান, আগে রসদ সামগ্রী শুধুমাত্র রাস্তা, গুদামঘর বা বন্দরগুলিতে দেখা যেত ৷ তবে, বর্তমানে যাঁরা এই বিষয়গুলি দেখাশোনা করেন, তাঁরা নিজেদের বাড়িতে বসেই বিশ্বব্যাপী সব কিছু সামলাতে পারছেন ৷ COVID-19 পরবর্তী বিশ্বের জটিল আধুনিক মাল্টিন্যাশনাল সাপ্লাই চেইনের নার্ভ সেন্টার হিসেবে ভারত আত্মপ্রকাশ করতে পারে ৷