শুক্রবার দেশে করোনা সংক্রমণের রেকর্ড বৃদ্ধি। মৃত বেড়ে ২৩৯। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। লকডাউন মেয়াদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করছেন। এছাড়া যে জেলা অথবা এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ শূন্য, সেগুলিকেও লকডাউন করে রাখার দরকার আছে কি না, এই নিয়েও রাজ্যগুলির সঙ্গে আলোচনা চলছে। ভিডিও বৈঠকে প্রধানমন্ত্রী সবাইকে আস্বস্ত করে বলেন, আমি 24×7 রয়েছি আপনাদের সঙ্গে।