লকডাউনে বন্ধ দেশ। কিন্তু এখনও অব্যাহত করোনার দাপট। দেশে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তা নিয়েই এবার চিন্তিত কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী এবার চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর কী কী উপায়ে করোনা মোকাবিলা করা সম্ভব হতে পারে সে বিষয়ে পরামর্শও দেন রাজীব-জায়া। পাশপাশি করোনা মোকাবিলা করতে এই বিপুল খরচের যোগান সামলাতে সাংসদদের ৩০ শতাংশ বেতন হ্রাসকে সমর্থনও করেছেন সোনিয়া। তবে রেখেছেন চিঠিতে রেখেছেন পাঁচটি পরামর্শও। দেশের এই পরিস্থিতিতে সরকারি সমস্ত বিজ্ঞাপন বন্ধ রাখার কথা চিঠিতে উল্লেখ করেন সোনিয়া। তিনি বলেন যে প্রতিবছর সরকারি বিজ্ঞাপনের এই খাতে প্রায় ১২৫০ কোটি টাকা খরচ হয়। সেই একবছরের টাকা কোভিড-১৯ ভাইরাস মোকাবিলা করতে ব্যয় করা উচিত। এমনকি সরকারকে ‘সেন্ট্রাল ভিস্তা’ সৌন্দর্যায়ণ ও নির্মাণ প্রকল্প স্থগিত করার কথাও বলেন ইউপিএ চেয়ারপার্সন।