দেশ

সরকারি লোগো দেখে বাজি কেনার নির্দেশ প্রশাসনের

নয়াদিল্লিঃ আর বাকি মাত্র পাঁচদিন। তারপরেই আলোর রোশনাইয়ে সেজে উঠবে গোটা দেশ। আসছে আলোর উৎসব দীপাবলী। বাঙালি-সহ আপামর ভারতবাসীর কাছে দীপাবলী মানে ঘরে ঘরে প্রদীপ জ্বালানো, পূর্বপুরুষদের উদ্দেশ্যে আকাশ-প্রদীপ দেওয়া, আতসবাজি পোড়ানো।  সেইসঙ্গে আছে ধনতেরাসে সোনা কেনা।  কিন্তু এছাড়াও আছে শব্দবাজি আর মাইকের তীব্র আওয়াজ।শব্দবাজি বন্ধ করতে নয়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।  এবছর কেবলমাত্র দু’ধরনের বাজিই মিলবে বাজারে।  রকেট, বোম এবং অন্যান্য শব্দবাজিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  কেবলমাত্র সবুজ ‘আনার’ বাজি এবং ‘ফুলঝুরি’ পুড়িয়ে দীপাবলীর আনন্দ উপভোগ করা যেতে পারে।  ২৫০ টাকায় পাওয়া যাবে এক প্যাকেট আনার বাজি।  যার মধ্যে পাঁচটি বাজি থাকবে। ” কোথাও শব্দবাজির বিক্রি হলে তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে” বলেন দিল্লি পুলিশের মুখপাত্র এম এস রানধয়া। অন্যান্য বাজির তুলনায় সবুজ বাজিতে দূষণ ৩০ শতাংশ কম।  এছাড়াও এই বাজিতে সালফার ডাই অক্সাইডের পরিমাণও প্রায় ৫০ শতাংশ কম।  তাই বাজি কেনার সময় ক্রেতাদের অবশ্যই সরকারি লোগো অথবা কিউআর কোড দেখে বাজি কেনার নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন। এমনিতেই বায়ুদূষণের ফলে নাজেহাল অবস্থা রাজধানীর।  সেইজন্য দীপাবলীতে বাজি পড়ানোর ওপর করা নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।