দেশ

সলমনের বাংলোয় ক্রাইম শাখার হানায় গ্রেফতার পলাতক অভিযুক্ত

 মুম্বই: চুলবুল পান্ডের বাড়িতে মুম্বই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চের হানা৷ সিনেমায় নয়, বাস্তবেই৷  মুম্বই পুলিশের ক্রাইম শাখা বলিউড তারকা সলমন খানের বাংলোয় হানা দিল৷ পুলিশের এই অভিযানের অবশেষে বছরের পর বছর ধরে পলাতক এক কুখ্যাত অপরাধীকে খুঁজে পেল৷ মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সালমান খানের বাংলোটির যত্ন নেওয়া তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করেছে৷ পুলিশ ২৯ বছর ধরে এই ব্যক্তিকে খুঁজছিল। পুলিশ এই মোস্ট ওয়ান্টেড অপরাধীকে গ্রেপ্তার করেছে।মুম্বই পুলিশ সুত্রে খবর, ক্রাইম ব্রাঞ্চ সলমন খানের গোড়াই বাংলোয় অভিযান চালায়৷ তার পর পুলিশ বাংলোটির তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন শক্তি সিদ্ধেশ্বর রানা। ৬২ বছর বয়সী এই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ সিদ্ধেশ্বর রানা গত ২০ বছর ধরে সলমনের এই বাংলোটি দেখভাল করছিল৷ এই সময়কালে ১৯৯০ সালে একি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁকে খুঁজছিল। একজন ছদ্মবেশীর মাধ্যমে পুলিশ খবর পেয়েছিল, সিদ্ধেশ্বর রানা সলমান খানের বাংলোয় ছিলেন৷ তারপরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।মুম্বই পুলিশের সিনিয়র ইন্সপেক্টর নিনাদ সাওয়ান্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রানা এবং আরও কয়েকজন ডাকাতির মামলায় জড়িত ছিল এবং ১৯৯০ সাল থেকে ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেপ্তার করেছিল। পুলিশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রানা জামিনে মুক্তি পেয়েছিলেন এবং তখন থেকেই পলাতক ছিলেন। যার পরে তার বিরুদ্ধে অ-জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল।