জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ নবনীতা দেবসেন। গতকাল সন্ধ্যা ৭.৩৫ মিনিটে নাগাদ নিজের বাড়িতেই তিনি প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত্য সেনের প্রথম স্ত্রী ছিলেন তিনি। প্রাক্তন স্ত্রীর প্রয়ানের খবর পেয়ে শোক প্রকাশ করেছেন অমর্ত্য সেন। হিন্দুস্তান পার্কের বাড়ির বাইরে সকাল থেকেই ভিড়। আজ বেলা ১১টা নাগাদ সাধের ‘ভালো-বাসা’ থেকে চিরতরে বিদায় নিলেন সাহিত্যিক নবনীতা দেবসেন। তাঁর বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। গিয়েছেন সাহিত্যিক শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীজাত,সাংসদ মালা রায়-সহ বহু বিশিষ্টজন। মা’কে বিদায় দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নবনীতা দেবসেনের দুই মেয়ে নন্দনা ও অন্তরা। সেখান থেকে বেরিয়ে বেলা সাড়ে এগারোটা নাগাদ তাঁর মরদেহ নিয়ে যাওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। চোখের জলে প্রিয় ‘নবনীতাদি’কে বিদায় দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে অধ্যাপক-অধ্যাপিকারা। এরপর সেখান থেকেই রাজ্য সরকারের উদ্যোগে প্রয়াত সাহিত্যিকের মরদেহ নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমিতে। কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। ২০০০ সালে পদ্মশ্রী সম্মাণে ভূষিত হয়েছিলেন এই সাহিত্যিক। ১৯৯৯ সালে পেয়েছিলেন সাহিত্য আকাদেমি পুরস্কারও। সাহিত্যিক নবনীতা দেবসেন মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।