জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ নবনীতা দেবসেন। আজ সন্ধ্যা ৭.৩৫ মিনিটে নাগাদ নিজের বাড়িতেই তিনি প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত্য সেনের প্রথম স্ত্রী ছিলেন তিনি। বিচ্ছেদের পরেও তাঁদের সুসম্পর্ক বজায় ছিল। প্রাক্তন স্ত্রীর প্রয়ানের খবর পেয়ে শোক প্রকাশ করেছেন অমর্ত্য সেন। ২০০০ সালে পদ্মশ্রী সম্মাণে ভূষিত হয়েছিলেন এই সাহিত্যিক। ১৯৯৯ সালে পেয়েছিলেন সাহিত্য আকাদেমি পুরস্কারও। সাহিত্যিক নবনীতা দেবসেন মৃত্যুতে টুইট করে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ নবনীতা দেবসেনের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ৮১ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসংখ্য গল্প, কবিতা, রম্যরচনা ও উপন্যাসের স্রষ্টা নবনীতা দেবসেন পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমি, কমলকুমারী জাতীয় পুরস্কারে ভূষিত হন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করতেন। তাঁর প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি নবনীতা দেবসেনের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।