দিল্লিতে হিংসার মধ্যেই ভারত সফর শুরু করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। আর যখন তা শেষ হতে যাচ্ছে তখন মৃতের সংখ্যা ১০ ছুঁয়েছে। যদিও ট্রাম্প জানিয়েছেন, তাঁর সঙ্গে মোদির আলোচনায় সিএএ, এনআরসি বা রাজধানী দিল্লির হিংসা স্থান পায়নি। ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনায় স্থান পেয়েছে ধর্মীয় স্বাধীনতা। ট্রাম্প তাঁর ভাষণে জানিয়েছেন, মোদী ভারতবাসীর ধর্মীয় স্বাধীনতা চান। তিনি দিল্লির হিংসার কথা শুনেছেন বলে জানিয়েছেন। এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্ন ছিলো সিএএ নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে তার কী কথা হয়েছে? ট্রাম্পের কাছে জানতে চান এক সাংবাদিক। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এনিয়ে কোনও আলোচনা চাই না। এটা ভারতের উপরেই ছাড়তে চাই। আশা করি, নিজেদের নাগরিকদের জন্য সুচিন্তাই করবে ভারত।’