জেলা

সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত ১

বৃহস্পতিবার রাতে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে হঠাৎই আক্রমণ করলে মৃত্যু হয় এক মৎস্যজীবীর এবং নিখোঁজ আরও একজন মৎস্যজীবী। মৃত মৎস্যজীবীর নাম শম্ভু মণ্ডল(৪৮) এবং নিখোঁজ মৎস্যজীবীর নাম রাধাপদ আউলিয়া। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের হলদেখালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতজেলিয়ার দত্তপাড়া এলাকার বাসিন্দা মৎস্যজীবী শম্ভু মণ্ডল, রাধাপদ আউলিয়া সহ আরও ১ জন মৎস্যজীবী গত গত ১৩ অক্টোবর একটি নৌকা করে কাঁকড়া ধরতে রওনা দেন। কয়েকদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদীতে কাঁকড়া ধরতে থাকেন। গতকাল সন্ধ্যার সময় যখন তারা কাঁকড়া ধরছিলেন, সেই সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে শম্ভু মণ্ডলের উপর ঝাঁপিয়ে পড়ে। বেশ কিছুক্ষণের মধ্যে বাঘ মৎস্যজীবী শম্ভু মন্ডলকে জখম করে ফেলে। এরপর বাঘ শম্ভুকে ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী রাধাপদ আউলিয়ার উপর। বাঘ শিকার ধরার মতন ধরে মৎস্যজীবী রাধাপদ আউলিয়াকে ঘাড়ে ধরে টানতে টানতে গভীর জঙ্গলে ঢুকে যায়। এদিকে বাঘের আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় মৎস্যজীবী শম্ভু মণ্ডলের। আশপাশের বেশ কিছু মৎস্যজীবীরা বিষয়টি দেখতে পেয়ে সুন্দরবন কোস্টাল থানায় এবং বন দফতরে খবর দেন। খবর পেয়ে কোষ্টাল পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে এবং নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করে। এদিকে ৭ দিনের মধ্যে বাঘের আক্রমনে ২ জন মৎস্যজীবীর মৃত্যু এবং ২ জন মৎস্যজীবী নিখোঁজ ঘটনায় সুন্দরবন জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।