সম্পূর্ণ নতুন জেলা হতে চলেছে সুন্দরবন। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় এই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের সিএএ–এনআরসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, পশ্চিমবঙ্গে তিনি কখনওই এনপিআর, এনআরসি বা সিএএ হতে দেবেন না। তিনি ফের পরামর্শ দিয়েছেন, প্রত্যেক রাজ্যবাসীই যেন ভোটার লিস্টের বিশদ বিবরণ নির্দিষ্টভাবে সংশোধন করে নেন। এবং বহিরাগত কেউ কোনও ব্যক্তিবিশেষ বা তাঁর পরিবার সম্পর্কে কোনও তথ্য চাইলে তা না যেন তাঁরা না দেন। তিনি এও বলেন, আমাদের এখানে এনপিআর, এনআরসি, সিএএ হবে না। আমাদের গণতান্ত্রিক অধিকার কাড়তে দেব না। কোনও অপপ্রচার, কুৎসায় ভয় পাবেন না। এদিন বুলবুলে ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্র থেকে কোনও সাহায্য আসেনি বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন ক্ষতিগ্রস্ত ৪,৬৬,১৬০ জন কৃষকের হাতে ১৬০,২৮০০০০০ টাকার ক্ষতিপূরণ তুলে দিল রাজ্য সরকার। আরও ৬,২৮০০০ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণের চেক তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে রাজ্য। ফলে বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ খাতে রাজ্যের ব্যয় হল ২১৯,৩৭০০০০০ টাকা।