দেশ

সেনাবাহিনী ও অসম পুলিশের যৌথ অভিযানে খতম ২ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

অসম পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি বা ডিএনএলএ–র দুই জঙ্গিকে নিকেশ করল সেনাবাহিনী। শনিবার বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তরফে। ঘটনাটি ঘটেছিল শুক্রবার অসমের কার্বি আংলং–এর ধানসিরি জঙ্গলে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ওই জঙ্গলে অভিযান চালিয়েছিল যৌথবাহিনী। বাহিনীকে দেখে ডিএনএলএ–র জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দিতে শুরু করে বাহিনীও। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর দুই জঙ্গি নিকেশ হলেও এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালাতে থাকে বাহিনী। মৃতদেহের কাছ থেকে একটা এম-১৬ রাইফেল, একটা একে-৫৬ রাইফেল, প্রচুর কার্তুজ, গোলাবারুদ, বিস্ফোরক, পোশাক, ধারাল অস্ত্র এবং নথিপত্র উদ্ধার হয়েছে।