দেশ

সেনার শীর্ষে মহিলাদের নিতেই হবে, রায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ পদে বসাতে হবে মহিলাদেরও। একই সঙ্গে সেনায় মহিলা নিয়োগের জন্য কেন্দ্রকে আগামী ৩ মাসের মধ্যে স্থায়ী কমিশন গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেনা বাহিনীতে মহিলা নিয়োগের এই মামলায় সোমবার কেন্দ্রকে তিরষ্কার করে সুপ্রিম কোর্ট বলে, ‘মহিলারা শুধু বাড়ির কাজই করতে পারেন, এই ধরনের প্রাচীন ধারণা বদলে ফেলুন।’ এর আগে হাইকোর্টের রায় ছিল, সেনা বাহিনীতে পুরুষদের মতোই সমান অধিকারে নিয়োগ করতে হবে মহিলাদেরও। কেন্দ্র তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এ দিন হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, ‘মহিলা অফিসাররা সেই সব সুবিধা পাবেন, যা পুরুষ অফিসাররা সেনায় পান। অবসরের পরেও। পুরুষদের সঙ্গে মহিলাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময় এসে গিয়েছে।’ এ দিন রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট ক্যাপ্টেন তানিয়া শেরগিল ও ক্যাপ্টেন মধুমিতার উদাহরণ টানে। শীর্ষ আদালত বলে, ‘সেনা বাহিনীতে পুরুষ-মহিলা সমান। সেনা বাহিনীতে লিঙ্গের সমান অধিকার চালু করা উচিত।’ 

ছবিঃ সংগৃহীত।