Posted onAuthorবঙ্গনিউজComments Off on সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ২ জঙ্গি
কাশ্মীরের মালহোরা গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করেছিল সেনাবাহিনী। পাল্টা গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। দুই জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এখনও এক জঙ্গি লুকিয়ে আছে বলে খবর। তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।