হক জাফর ইমাম, মালদা: প্রথম পক্ষের বউ থাকতেও প্রতারণা করে আর এক যুবতীকে বিয়ে করে মালদা শহরের শান্তি ভারতী ক্লাব সংলগ্ন এলাকায় থাকা এক যুবক নাম জয়ব্রত গাঙ্গুলি পিতা মিনাল কান্তি গাঙ্গুলি এবং মা অঞ্জু গাঙ্গুলী। স্ত্রীকে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্বস্তের পর সাজা ঘোষণা।শনিবার মালদা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ সেকেন্ড কোটের বিচারপতি দেবব্রত কুন্ডু সাজা ঘোষণা করেন।অভিযুক্ত জয়াব্রত গাঙ্গুলি-র পাঁচ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা সাজা হয়।সরকারি আইনজীবী বলেন, ২০১০ সালে বিবাহের পর ২০১৩ সালে অভিযুক্ত আবার বিয়ে করে মালদা শহরের সুভাষপল্লী এলাকায় এক যুবতীকে পণ সামগ্রী নিয়ে।এরপর প্রথম স্ত্রীর সমস্ত গয়না নিয়ে পালায় শিলিগুড়িতে।তারপর বাড়ির লোক খোঁজ খবর নিয়ে জানতে পারে শিলিগুড়িতে আগে থেকেই বিয়ে করেছিল। তারপর বাড়ির লোকজন অভিযোগ দায়ের করে ইংলিশবাজার থানার বাবা এবং মা তিন জনের নামে। সেই অভিযোগের ভিত্তিতে ৪৯৪ ধারায় মামলা রুজু হলে। শনিবার সাজা ঘোষণা হয়। সরকারি পক্ষের আইনজীবী ইকবাল আলম আফজা জানান মালদা কোর্টে এই প্রথম এত বড় সাজা ঘোষণা হল এই ধরনের প্রতারণার কেসে।