জেলা

হুগলির প্রায় সবটাই কনটেইনমেন্ট জোন ঘোষণা রাজ্যের

প্রায় গোটা হুগলি জেলাই কনটেইনমেন্ট জোন ঘোষণা করল রাজ্য সরকার। গতকাল হুগলির জেলাশাসকের দপ্তর থেকে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, উত্তরপাড়া-কোতরং পুর এলাকা, ডানকুনি পুর এলাকা, শ্রীরামপুর পুর এলাকা, রিষড়া পুর এলাকা, কোন্নগর পুর এলাকা, বৈদ্যবাটী পুর এলাকা, চাঁপদানি পুর এলাকা, চন্দননগর পুর এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া জেলার একাধিক গ্রামের নামও রয়েছে ওই নির্দেশিকায়। এর মধ্যে একাধিক এলাকা সিল করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, কনটেইনমেন্ট জোন হয়ে যাওয়ায় ওই সব এলাকায় অত্যাবশ্যকীয় নয় এমন সব সরকারি, বেসরকারি যাবতীয় দপ্তর বন্ধ থাকবে। যে যে পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে সেই দপ্তরগুলিতে মাত্র ২৫ শতাংশ কর্মী থাকতে পারবে।