সকলকে অনুরোধ করা হচ্ছে যাতে কেউ কোনও গুজব বা সংবাদমাধ্যমের একাংশের বিভ্রান্তিমূলক প্রতিবেদনে বিশ্বাস করবেন না
নয়াদিল্লিঃ ১৪ এপ্রিল লকডাউন শেষ হলেই পর ১৫ এপ্রিল থেকেই ফের ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত কয়েক দিন ধরেই কিছু সংখ্যক সংবাদমাধ্যাম খবরের দেখা ছিল। আজ এক বিবৃতিতে জানানো হয়, এপর্যন্ত রেল মন্ত্রকের তরফে কোনওরকম নির্দেশিকা জারি করা হয়নি। তাই এখনই পুনরায় যাত্রী পরিষেবা চালুর বিষয়ে কোনওরকম জল্পনা বাড়িয়ে লাভ নেই। তবে যাত্রী থেকে শুরু করে সকল অংশীদারদের সামগ্রিক স্বার্থ দেখেই রেলওয়ের তরফে একটি যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি সকলকে অনুরোধ করা হচ্ছে যাতে কেউ কোনও গুজব বা সংবাদমাধ্যমের একাংশের বিভ্রান্তিমূলক প্রতিবেদনে বিশ্বাস না করেন। রেলওয়ের তরফে বলা হয়, শুধু অত্যাবশকীয় পণ্যের সরবরাহ সুনিশ্চিত করতে কয়েকটি বিশেষ ট্রেন চলবে । যাতে যথাসময়ে চাহিদা অনুযায়ী অত্যাবশকীয় পণ্য সরবরাহ করা যায় সেজন্য রেলওয়ের তরফে প্রতিটি বিশেষ ট্রেনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে।