জেলা

‘২০০৫ সালে সংসদের ভিডিও ভুয়ো’, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতাঃ নাগরিকপঞ্জি ও নাগরিত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি থাকতে কোনওভাবেই বাংলায় এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছেন তৃণমূল নেত্রী। ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে একটি ভিডিও ছড়িয়েছে গেরুয়া শিবির। এমন কি রাজ্যপালও ভুয়ো ভিডিওটি টুইট করেছেন। ওই ভিডিওটি ভুয়ো বলে বুধবার দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিজেপির ওই ভিডিওটি ভুয়ো বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমার নামে একটা ভুয়ো ভিডিও এ টু জেড চালাচ্ছে। আমি তখন কী করেছিলাম? সিপিএম তখন ভোট করাতে দিত না। এক একজনের ৫০টা তালিকায় নাম ছিল। ‘নো আইডি কার্ড নো ভোট‘ বলতে গিয়েছিলাম সংসদে। ১৯২১ সালে আমার ১৩ জন কর্মী মারা গিয়েছিল গুলিতে। তারপর থেকে লড়তে লড়তে এসে ওটা আমরা করেছিলাম।

https://twitter.com/jdhankhar1/status/1206979783558451200
https://www.facebook.com/TheFrustratedBengali/videos/575250406640972/