সোমবার থেকে দেশে তৃতীয় দফার লকডাউন শুরু হল। একইসঙ্গে গ্রিন জোন বা কোভিড–১৯ সংক্রমণহীন এলাকায় গণপরিবহন, দোকানপাট, সেলুন, মদের দোকান খোলায় ছাড় দিয়েছে সরকার। রাজ্যের গ্রিন জোনের মধ্যে পড়ছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কোচবিহার, দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলাগুলো। এই সব জেলায় বাস চালানো, দোকানপাট খোলার অনুমতি রয়েছে। তবে বাসে ২০জনের বেশি যাত্রী তোলা নিষেধ। সেকারণে ওই সব এলাকায় বাস চালানোর অনুমতি থাকলেও বেসরকারি বাসমালিকরা কেউ বাস পথে নামাননি। তাঁদের দাবি, মাত্র ২০জন যাত্রী নিয়ে বাস চালালে তাঁরা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তার উপর, বাসের যাত্রীদের স্ক্রিনিং–এর ব্যবস্থা নেই। এছাড়াও পুরুলিয়া লাগোয়া রাজ্য ঝাড়খণ্ডের বহু এলাকা রেড জোনভুক্ত। ফলে বাস পরিষেবা বন্ধ রাখাই শ্রেয় মনে করছেন বেসরকারি বাসের মালিকরা।