গননার শুরুতেও যে বিজেপি উপনির্বাচনে তিন শূন্যে জেতার স্বপ্ন দেখছিল হারার পরে তারাই বলছে আদৌ নির্বাচনই হয়নি রাজ্যে। সংবাদিকদের ভোটের ফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই দাবি রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর। তিনি বলেছেন, ‘তিন কেন্দ্রেই সন্ত্রাসের কারণে সুষ্ঠু ভোট হয়নি। সর্বত্রই পোলিং বুথ দখল করে ভোট করিয়েছে তৃণমূল কংগ্রেস।’ কালিয়াগঞ্জ ও খড়্গপুর সদর আসনে জয়ের ব্যাপারে বিজেপি প্রথম থেকেই নিশ্চিত ছিল। এই দুই কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলই এমন আত্মবিশ্বাস জুগিয়েছিল বিজেপিকে। এমনকী অঙ্কে পিছিয়ে থাকা করিমপুরও নিজেদের ঝুলিতে আসবে বলে আশা প্রকাশ করেছিলেন পদ্ম বাহিনীর নেতারা। রাজ্য নেতা মুকুল রায় তো সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে বলেই দিয়েছিলেন, দুই নয়, দল তিনটি আসনেই জয় পাবে। কিন্তু ফলে একেবারে উল্টো হওয়ার পরে দলের কেন্দ্রীয় নেতা কৈলাসের দাবিও একেবারে উল্টো। তিনি এদিন বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য সরকারের নির্দেশে ব্যবহারই করা হয়নি ভোটের দিনে। বেশির ভাগ পোলিং স্টেশনে বাহিনীর জওয়ান ছিল না। সেই সুযোগটা কাজে লাগিয়েই যেমন ইচ্ছে ভোট করিয়ে নিয়েছে তৃণমূল।’