দেশ

৭ নভেম্বরের মধ্যে সরকার গঠন করতে না পারলে রাষ্ট্রপতি শাসন জারি হবে, হুমকি বিজেপির

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকেই সেখানে সরকার গঠন নিয়ে আবার টানাপোড়েন। কে হবেন মুখ্যমন্ত্রী?‌ এক অচলাবস্থা তৈরি হয়েছে গোটা মহারাষ্ট্রে। জোট গঠনের শর্তই ছিল ৫০-৫০ ভাগাভাগি। এবারের ভোটে আশানুরূপ ফল করতে না পারায় জোট শরিক শিবসেনার ওপরেই ভরসা করতে হচ্ছে বিজেপিকে। আর শিবসেনাই বেঁকে বসেছে। ফলে শুরু হয়েছে বিজেপি-শিবসেনা দ্বন্দ্ব। কিন্তু আগামী ৭ নভেম্বরের মধ্যে ওই রাজ্যে নতুন সরকার গঠন না হলে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির হওয়ার হুমকি দিতে শুরু করেছে বিজেপির প্রবীণ নেতা সুধীর মুনগন্তীব্বর। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় ২১ অক্টোবর। তার আট দিন পরেও সরকার গঠনের ক্ষেত্রে বিজেপি ও শিবসেনার অন্তর্দ্বন্দ্ব চলতে থাকাতেই এই মন্তব্য করেন তিনি। কেননা মহারাষ্ট্রের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে ৮ নভেম্বর।