জেলা

দুর্গাপুরের অন্ডালের জামবাদ এলাকায় বোমা বিস্ফোরণে মৃত ১, তদন্ত শুরু করেছে পুলিশ

দুর্গাপুরের অন্ডালের জামবাদ এলাকায় বোমা বিস্ফোরণে মৃত্যু একজনের ৷ গুরুত্বর আহত হয়েছেন আরও তিনজন ৷ মৃত ব্যক্তির নাম সরবন চৌধুরী (৩৯) ।এরপর পুলিশ ঘটনাস্থানে পৌঁছে রক্তাক্ত অবস্থায় সরবন চৌধুরীকে উদ্ধার করে রানিগঞ্জের বেসরকারি হাসপাতালে নিয়ে যায় । পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে দেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তবে আহত তিনজনের কোনও খোঁজ পাওয়া যায়নি৷ তাদের খোঁজ চালাচ্ছে অন্ডাল থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এপ্রসঙ্গে ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা জানিয়েছেন, বোমা বাঁধতে গিয়ে এই ঘটনা এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। ওই ব্যক্তির এলাকায় কোনও এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে, রাজনৈতিক কারণে এই ঘটনা কি না তা খতিয়ে দেখা হচ্ছে।