এবার ১০ ও ১০০ টাকার নোট বাতিল হবে বলে ইঙ্গিত দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই-এর জেনারেল ম্যানেজার বি. মহেশ শুক্রবার এই বিষয়ে জানান, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের মধ্যেই বাজার থেকে ১০ ও ১০০ টাকার নোট তুলে নেওয়া হতে পারে। তিনি আরও জানান, বিভিন্ন ক্রেতা ও ব্যবসায়ীরা ১০ টাকার কয়েন নিতে চান না। তাঁদের মতে, এই কয়েন বাজারে চালানো যায় না। মূলত শহরাঞ্চলের বাইরে এই ঘটনা বেশি করে ঘটছে। ফলে টাকা লেনদেনের সময় নানান সমস্যার সৃষ্টি হয়। জেলা স্তরের সিকিউরিটি কমিটি ও মুদ্রা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে এই পরিকল্পনা করেছেন তাঁরা। যদিও নোট বাতিলের চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি।