উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাথরাস কাণ্ডের তদন্ত ভার দিয়েছিলেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (সিট) হাতে। ৭ দিনের মধ্যে সিটকে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সিটের তিন সদস্য এখনো পর্যন্ত তদন্তের কাজ পুরোপুরি সম্পন্ন করতে পারেনি। আর সেই কারণেই তাঁদেরকে তদন্তের কাজ সম্পূর্ণ করার জন্য আরও ১০ দিন সময় দেওয়া হয়। হাথরাস কান্ডের মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার শুনানিও ছিল মঙ্গলবার। সেখানে উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়, নির্যাতিতার পরিবারের সুরক্ষার কি ব্যবস্থা করা হয়েছে এবং তাঁরা আইনজীবী নিযুক্ত করতে পেরেছেন কিনা। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে এই মামলার শুনানি হবে। সিবিআই-কে এই ঘটনার তদন্ত ভার দেওয়া হবে কিনা, তাও জানানো হবে ওই দিন। শীর্ষ আদালত সিবিআই-কে তদন্তভার দেয় কিনা তার জন্য আরও ১০ দিন সিটকে দেওয়া হল বলে মনে করছেন অনেকে। তবে সরকারি ভাবে জানানো হয়েছে, তদন্ত এখনও অসম্পূর্ণ, তাই এই অতিরিক্ত ১০দিন বরাদ্দ হল সিটের জন্য। যেখানে নির্যাতিতাকে দাহ করা হয়েছিল, সেখানে মঙ্গলবার পরিদর্শনে যান ফরেন্সিক দলের লোকজন। তদন্ত কমিটির সদস্যদের আশা ছিল যে, তারা বুধবারের মধ্যেই তদন্তের কাজ সম্পন্ন করে উঠতে পারবেন। তবে যদি শেষ পর্যন্ত তদন্ত সম্পন্ন না হয়, তাহলে তদন্ত কমিটির পক্ষ থেকে অতিরিক্ত সময় চাওয়া হবে। তবে সরকারের থেকে দুদিনের বদলে তাদের আরও ১০দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে সুস্থ ভাবে তদন্তের কাজ সম্পন্ন করা যায়।