দেশ

ফের বিহারে বিষমদ প্রাণ কাড়ল ১১ জনের,  দৃষ্টিশক্তি হারালেন ২৫!

ফের বিষমদ কাড়ল প্রাণ। বিহারের সারন জেলায় বিষমদ কাণ্ডে মারা গেছেন ১১ জন। ১২ জন গুরুতর অসুস্থ। দৃষ্টিশক্তি হারিয়েছেন ২৫ জন ৷ জেলাশাসক রাজেশ মীনা ও পুলিশ সুপার সন্তোষ কুমার জানিয়েছেন, বিষমদ কাণ্ডে ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় থানার এক আধিকারিক ও চৌকিদারকে সাসপেন্ড করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার পুলিশের কাছে খবর এসেছিল, তরল পানীয় খেয়ে দু’‌জন মারা গেছেন ও অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। মকর পুলিশ স্টেশনের অন্তর্গত ফুলওয়ারি পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, আবগারি দপ্তর ও চিকিৎসকদের দল। অসুস্থদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থদের পাটনায় স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে পাটনা মেডিক্যাল কলেজে মারা যান আরও ৯ জন। একজন মারা যান বেসরকারি ক্লিনিকে। বিষমদ কাণ্ডে মৃত আর একজনকে প্রশাসনের চোখে ধুলো দিয়ে দাহ করা হয় বলে জানা গেছে। অসুস্থ ১২ জনের চিকিৎসা চলছে পাটনা মেডিক্যাল কলেজে।