নয়াদিল্লি: এইমসে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ জন। তাঁদের মধ্যে রয়েছেন ২ জন আবাসিক চিকিত্সক। গত ১ ফেব্রুয়ারি মাস থেকে এই নিয়ে এইমসের মোট ২০৬ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, এই ২০৬ জন আক্রান্তের মধ্যে রয়েছেন ২ জন ফ্যাকাল্টি মেম্বার, ১০ জন আবাসিক চিকিত্সক বা রেসিডেন্ট ডক্টর, ২৬ জন নার্স, ৯ জন টেকনিশিয়ান, ৫ মেস ওয়ার্কার, ৪৯ জন হসপিটাল অ্যাটেনডেন্ট, ৩৪ জন সাফাই কর্মী, ৬৯ জন নিরাপত্তারক্ষী। গত তিনদিনে এইমসের ডাক্তার, নার্স, ল্যাবকর্মী, টেকনিশিয়ান, সাফাইকর্মী ও অন্যান্য আরও যাঁরা যুক্ত সব মিলিয়ে মোট ৬৪ জনের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে এইমসের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডক্টর ডিকে শর্মা জানিয়েছেন, ১৫০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে ইতিমধ্যেই কাজে যোগদান করেছেন।