দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । তা সত্ত্বেও প্রধানমন্ত্রী বাংলার নির্বাচন নিয়ে ব্যস্ত এমন কটাক্ষ শুরু করেছিল বিরোধীরা। তাকে আর বাড়তে দিলেন না নরেন্দ্র মোদি। আজ দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন, এবং অবশেষে নিদান দিলেন টিকা উৎসবের। আগামী ১১ থেকে ১৪ এপ্রিল দেশে যত বেশি সম্ভব মানুষের টিকাকরণের জন্য আহ্বান জানিয়েছেন মোদি। এই কর্মসূচির নাম দিয়েছেন ‘টিকা উৎসব’। বৈঠকে তিনি বললেন, ‘শাসন ব্যবস্থায় উন্নতি করার প্রয়োজন হয়ে পড়েছে। আমি বুঝতে পারছি, এক বছর ধরে লড়াই করে পরিচালন ব্যবস্থায় ক্লান্তি আসতেই পারে, শিথিলতাও আসতে পারে। কিন্তু আগামী দুই থেকে তিন সপ্তাহ আমাদের কোমর বাঁধতে হবে এবং শাসন ব্যবস্থা দৃঢ় করতে হবে। বৈঠকে মুখ্যমন্ত্রীদের বেশি বেশি করে পরীক্ষা, আমজনতা কোভিড বিধি মানছে কিনা তা দেখতে নির্দেশ দিলেন। জোর দিলেন মাইক্রো-কনেটেনমেন্ট জোন এবং নাইট কার্ফুর ওপর। নাইট কার্ফুর জায়গায় ‘করোনা কার্ফু’ শব্দবন্ধ ব্যবহার করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী, যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। রাত ৯টা বা ১০টা থেকে ভোর ৫টা বা ৬টা অবধি কার্ফু জারি করা ভাল হবে বলেও জানান তিনি।